৬০ বছরে পা দিলেন মমতা


প্রকাশিত: ০৪:১৪ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিম নেতা মমতা বন্দ্যোপাধ্যায় পা দিলেন ৬০ বছরে। উইকিপিডিয়ার তথ্য বলছে, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম নেন বাংলার অগ্নিকন্যা। তাঁর জন্মদিনে শুভেচ্ছা যে উপচে পড়বে সে তো জানা কথাই।

সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতেই মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শত শত পোস্ট উপচে পড়ল সোশ্যাল সাইটগুলিতে। সম্প্রতি টুইটারে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে সেখানেও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে হয়েছে হাজারো ট্যুইট। রাজ্যের সবক’টি রাজনৈতিক দলের নেতানেত্রীদের মধ্যে  সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি সাবলীল। দীর্ঘদিন ধরে ফেসবুকে রয়েছেন। নিজের লেখা, ছবি সবই পোস্ট করেন তিনি।

টুইটারে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে প্রথম টুইটটি তিনি করেছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে। লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার । হ্যাপি নিউ বিগিনিং ফর মি অন টুইটার। টুইটারে যোগ দেওয়ার পর প্রথম তিন ঘণ্টায় ফলোয়ারের সংখ্যা ১৯০০ ছাড়িয়ে গিয়েছে তাঁর।

এবছরই তৃণমূল কংগ্রেস ১৬ বছর পূর্ণ করল। ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূলের জন্ম হয়েছিল কংগ্রেস ভেঙে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।