ব্রেক্সিটের পরও ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায় ইইউ


প্রকাশিত: ০৫:৫২ এএম, ২৯ জুন ২০১৬

ব্রেক্সিট ভোটের পরও ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে ইইউ। ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে ইইউয়ের সদস্য দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হবে বলে ধারণা করা হলেও এক বিবৃতিতে ক্যামেরন বলছেন, ইইউয়ের বাকি দেশগুলো ব্রিটেনের সঙ্গে যতটা সম্ভব ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায়। খবর বিবিসির।  

ব্রেক্সিটের পর ইইউয়ের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা শেষে ক্যামেরন বলেন, ভবিষ্যতে ব্রিটেনের সঙ্গে ইইউয়ের যেমন সম্পর্কই থাকুক না কেন বাণিজ্য এবং নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।

তিনি আরো বলেন, শরণার্থী ইস্যু নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল ব্রিটেনের নাগরিকরা। আর এর প্রভাব লক্ষ্য করা গেছে ব্রেক্সিট ভোটে। শরণার্থী ইস্যু ইউরোপের একক বাজারেও বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ব্রেক্সিট ভোটের ফলাফলের প্রতি ইইউয়ের সম্মান দেখানো উচিত।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।