তুরস্কে বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৮


প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৮ জুন ২০১৬

তুরস্কের ইস্তাম্বুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৬০ জন।

তুরস্কের আধা সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর বরাদ দিয়ে বার্তাসংস্থা সিএনএন জানায়, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে মোট ৪৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাক বলেন, দুইজন আত্মঘাতী হামলাকারী এ হামলায় অংশ নেয়। এদের প্রথমজন বিমানবন্দরে প্রবেশের পথে ডেটনেটর বিস্ফোরণ ঘটায়।

মোট দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এর একটি টার্মিনালের পাশে এবং অপরটি বিমানবন্দরে প্রবেশের পথে। তবে এতে বিমানবন্দরের কোনো ভবনের ক্ষতি হয়নি বলে জানান মন্ত্রী।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।