পুলিশের হাতে তরুণীর কামড়ের ভিডিও ভাইরাল


প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৮ জুন ২০১৬

মদ্যপ অবস্থায় দুই বন্ধুর সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন তিনি। এমনই অবস্থা যে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়ি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা।

বেপরোয়া গাড়ি চালানোর জন্য তরুণীকে গাড়ি থেকে নেমে আসতে বলেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। প্রথমেই ওই তরুণী পুলিশ কর্মকর্তার দিকে থুতু নিক্ষেপ করেন। এরপর জোর করে গাড়ির দরজা খোলার চেষ্টা করলে এএসআই’র হাত কামড়ে দিতে যান ওই তরুণী। এরপর কোনো রকমে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনা ঘটেছে মুম্বাই ওরলি পুলিশ স্টেশনে। ওই তরুণীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর শুরু হয় আরেক দফা বচসা। তারপর হঠাৎ থানার অফিসারকে চড় মেরে বসেন ওই তরুণী। লাথি, ঘুষি কিছুই বাদ যায়নি। কম্পিউটার, ফোন ছুড়ে থানায় তাণ্ডব চালান তিনি।

পুরো ঘটনা ধরা পড়েছে থানার সিসি ক্যামেরায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এ ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।



এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।