রমজানে অমুসলিমদের জন্য বন্ধ আল আকসা মসজিদ


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৮ জুন ২০১৬

রমজানে অমুসলিমদের জন্য আল আকসা মসজিদ বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। খবর আল জাজিরার।

কর্তৃপক্ষ খ্রিস্টান এবং অন্যান্য অমুসলিমদের জন্য মসজিদে প্রবেশ নিষিদ্ধ করেছে।

ইসরায়েলি পুলিশের সঙ্গে নামাজরত মুসল্লিদের বিবাদের দুদিন পর এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার পুলিশের এক মুখপাত্র এএফপি নিউজ এজেন্সিকে বলেন, সামনের সপ্তাহ পর্যন্ত অমুসলিমরা মসজিদে প্রবেশ করতে পারবেন না। তবে রোজা শেষ হওয়ার পর পরই এই নিষেধাজ্ঞা উঠে যাবে।

রমজানের প্রতি রোববার সকালে খ্রিস্টান পরিদর্শনকারীদের মসজিদে প্রবেশকে কেন্দ্র করে মুসল্লি এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। এসব সংঘর্ষের পরই মসজিদে অমুসলিমদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।