যে কোনো মূল্যে কর্মসূচি পালনের আহ্বান ফখরুলের


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫

৫ জানুয়ারিকে `গণতন্ত্র হত্যা দিবস` উল্লেখ করে বিএনপির নেতাকর্মী ও দেশবাসীকে যে কোনো মূল্যে দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
 
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি ও ২০ দলের ডাকা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে অংশ নিতে উন্মুখ হয়ে আছে। এ পরিস্থিতিতে ক্ষমতাসীনরা ভীত হয়ে সারা দেশে গ্রেফতার ও হয়রানির তাণ্ডব শুরু করেছে।
 
মির্জা ফখরুল দাবি করেন, শনিবার রাত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ক্ষমতাসীনরা দলের নেতাকর্মীদের তার কাছে ঘেঁষতে দিচ্ছেনা। এমনকী সংবাদ কর্মীদেরও তার সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।
 
তিনি আরো বলেন, আতঙ্কিত স্বৈরশাসনের এই দানবীয় তাণ্ডবের বিরুদ্ধে নিন্দা ও ঘৃণা প্রকাশের কোনো ভাষা নেই। জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের মাধ্যমেই কেবল এসব অপকের্মর জবাব দেয়া সম্ভব।
 
মির্জা ফখরুল বলেন, দলীয় নেতাকর্মী ছাড়াও দেশপ্রেমিক-গণতান্ত্রিক সকল দল ও শক্তিকে যে কোনো মূল্যে গণতন্ত্র হত্যা দিবস পালনের মাধ্যমে ক্ষমতাসীনদের দম্ভ ও স্বেচ্ছাচারিতার উপযুক্ত জবাব দেয়ার আহবান জানাচ্ছি।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপি পৃথক কর্মসূচি ঘোষণা করায় রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এ নিষেধাজ্ঞা আরোপ করেন বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া সেন্টার সূত্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।