ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল : ২ জনের মৃত্যু


প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৫ জুন ২০১৬

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ২ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১শ’র মত ভবন দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরো কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।

দাবানলের কারণে ওই অঙ্গরাজ্যের গভর্নর জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন ।

কর্তৃপক্ষ জানিয়েছে, কের্ন কাউন্টির লেক ইসাবেলায় বৃহস্পতিবার বিকালে প্রথম দাবানলের আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৩০ হাজার একর জায়গা দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।  

এক টুইট বার্তায় কের্ন কিউন্টির দমকল বিভাগ দাবানলে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে ওই টুইট বার্তায় বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
 
দমকল কর্মীরা ভয়াবহ আগুনে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আগুন ছড়িয়ে পড়ায় গভর্নর জেরি ব্রাউন রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দাবানলের আগুনে ৮০টির মত ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই পরিস্থিতি চলতে থাকলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আঙ্কা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। রাজ্যজুড়ে ১শ ডিগ্রীর বেশি তাপমাত্রাই ওই দাবানলের সূত্রপাত করেছে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।