ইতালীয় উপকূল থেকে ২০০০ শরণার্থী উদ্ধার


প্রকাশিত: ০৭:৪২ এএম, ২৫ জুন ২০১৬

ইতালীয় উপকূল থেকে ২ হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইতালীয় কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ওই শরণার্থীদের উদ্ধার করেছেন। শুক্রবার ভূমধ্যসাগর থেকে শরণার্থী বোঝাই একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডের সদস্যরা জানিয়েছেন, মানব পাচারকারীরা ওই শরণার্থীদের পাচারের উদ্দেশ্যে নৌকায় তুলেছিলেন।

বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। অনেকেই বিপজ্জনকভাবে লিবিয়া থেকে পাড়ি জমিয়েছিল।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এর আগে আর কখনো শরণার্থী ইস্যু নিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি ইউরোপকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শরণার্থী সংকট নিয়ে চাপের মধ্যে আছে ইউরোপ। তবে গত বছর থেকে শরণার্থী স্রোত বেশি লক্ষ্য করা গেছে।

এ বছর নৌকায় করে প্রায় ৬০ হাজার শরণার্থীকে ইতালি নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।