দলের প্রতি বিশ্বাসী হওয়ার পরামর্শ সু চির


প্রকাশিত: ১০:০৭ এএম, ২৪ জুন ২০১৬

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য দলের প্রতি বিশ্বাস আনার পরামর্শ দিয়েছেন দেশের সর্বোচ্চ উপদেষ্টা এবং শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সাং সু চি ।

তিনি বলেছেন, দেশে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে যখন সবার মধ্যে বিশ্বাস থাকবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।

সু চী বলেন, পরস্পর বিরোধী দলগুলোর নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। থাইল্যান্ডে তিন দিনের সফর করছেন সু চি। শক্রবার সফরের দ্বিতীয় দিনে থাই শিক্ষার্থীদের এক সভায় এ মন্তব্য করেন সু চি।

সু চি আরো বলেন, তার সরকার সংঘর্ষকে বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস ও সমঝোতায় পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে।

মিয়ানমারে এখনও পর্যন্ত বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিভিন্ন অস্ত্রধারী গ্রুপ এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হচ্ছে। সু চি সরকার বিভিন্ন দলকে শান্তি আলোচনায় অংশ নিতে উৎসাহিত করছে। সরকার সংঘর্ষ ও বিরোধের একটি স্থায়ী সমাধান প্রতিষ্ঠা করতে চায়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।