ক্যামেরনের সঙ্গে কথা বলবেন ওবামা
ব্রেক্সিট ভোটের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
গণভোটের পর ই্ইউ ত্যাগ করেছে ব্রিটেন। গণভোটে ইউরোপ ছেড়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে ৫২ শতাংশ। ভোটের ফলাফলের পর জোটের সঙ্গে দীর্ঘ ৪৩ বছরের পথ চলা শেষ করতে হলো ব্রিটেনকে।
শুধু তাই নয় ভোটের ফলাফলের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্যামেরন। আগামী অক্টোবরে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। ব্রিটেনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ক্যামরনের সঙ্গে কথা বলবেন ওবামা।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে কথা বলবেন। তিনি আসন্ন দিনগুলো সম্পর্কে ক্যামেরনের সঙ্গে আলাপ আলোচনা করবেন। সময় হলে আমরা আরো বিস্তারিত তথ্য প্রকাশ করব।
বারাক ওবামা এই মুহূর্তে সান ফ্রান্সিসকোতে অবস্থান করছেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
টিটিএন/এমএস