সরে দাঁড়াচ্ছেন ক্যামেরন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ডেভিড ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বের হয়ে যাবার ফলাফল আসার পর তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। তবে পদত্যাগের জন্য তিনমাস সময় নিয়েছেন ক্যামেরন। অর্থাৎ আগামী অক্টোবরে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। খবর- বিবিসির।
গতকাল বৃহস্পতিবার দেশটিতে ঐতিহাসিক গণভোটের ফলাফল আজ (শুক্রবার) প্রকাশিত হবার পর এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
বিবৃতিতে ক্যামেরন বলেন, তিনি অক্টোবরে পদত্যাগ করবেন। ব্রিটেনের নতুন একজন প্রধানমন্ত্রী দরকার বলেও তিনি উল্লেখ করেছেন। আগামী তিনমাস পরে কনসারভেটিভ পার্টির কনফারেন্সে নতুন নেতা নির্বাচন করা হবে।
উল্লেখ্য, যুক্তরাজ্য যাতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকে সে জন্য জোর প্রচারণা চালিয়েছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু চূড়ান্ত ফলাফলে ইউরোপীয় ইউনিয়নে থাকার বিপক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ এবং পক্ষে ভোট পড়েছে ৪৮ শতাংশ।
আরএস/পিআর