আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতি : ১৮ ডাকাত গ্রেফতার
শিল্পাঞ্চল আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার সামিয়া গার্মেন্টস লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১৮ ডাকাতকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শনিবার পুলিশ দিনব্যাপী আশুলিয়ার জামগড়া, গাজীপুরের কালিয়াকৈর, ময়মনসিংহের ভালুকা ও রাজধানীর কামড়াঙ্গিচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটকরা হলেন, ময়মনসিংহের মিজান (৪৫), সাইদুল (৩০), গাজীপুরের মাহাবুব (৪২), নরসিংদীর সাইফুল (৩৮), ঝালকাঠির রিপন (৩২), রাজধানী ঢাকার সামাদ (৫০), নাজমুল আলম (২৫), টাঙ্গাইলের জামাল (৪৫), সুরুজ (২৮), খলিল (২৮), গাফ্ফার (২৮), খোকন (২০), হানিফ (২৫), বাদল (২৬), রঞ্জু মিয়া (২৮), আজীম (২৫), চাঁদপুরের মাসুদ রানা (৩৫) ও মুন্সিগঞ্জের রেদোয়ান (৩০)।
এদের মধ্যে মিজান ও মাহাবুব এর আগেও আশুলিয়া থানার অন্য একটি ডাকাতি মামলায় জেলখাটা আসামি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত ৯টায় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এসব কথা জানিয়েছেন সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ।
এসময় তিনি আরও জানান, প্রাথমিকভাবে ডাকাতির কাজের সাথে কারখানার কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এছাড়া তদন্তে যদি অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকেও গ্রেফতার করার কথা জানান তিনি।
এর আগে বৃহস্পতি ও শুক্রবার রাজধানী ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রসস্ত্রসহ ডাকাতি হওয়া ১ কোটি ৭০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।