স্বঘোষিত ধর্মগুরুর আয়বহির্ভূত সম্পত্তি ২৩শ কোটি টাকা


প্রকাশিত: ০২:৪০ পিএম, ২২ জুন ২০১৬

ভারতে আশারাম নামে স্বঘোষিত এক ধর্মগুরুর আয়বহির্ভূত সম্পত্তির পরিমাণ দুই হাজার ৩০০ কোটি টাকা। তরুণীকে ধর্ষণের দায়ে ২০১৩ সাল থেকে কারাগারে থাকা এই ধর্মগুরুর বিরুদ্ধে তদন্তে নেমে এ তথ্য পেয়েছে সুরাটের আয়কর দফতর।

পরে এই ধর্মগুরুর সম্পত্তির কর ছাড় বন্ধের সুপারিশ করেছে আয়কর দফতর। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, আশারাম এবং তার ভক্তরা রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, ফেয়ার, ফিক্সড ডিপোজিট, কিষাণ বিকাশপত্রে বেনামে বিনিয়োগ করেছেন। কলকাতার সাতটি সংস্থার মাধ্যমে এ বিনিয়োগ করা হয়েছে।

এসব ভুয়া সংস্থার মালিকানা আশারামের হাতে রয়েছে। ভক্তরা সব সংস্থার দেখাশোনা করতেন। সুদ দেয়ার শর্তে টাকা ধার দিতেন এই স্বঘোষিত ধর্মগুরু। ভক্তদের মাধ্যমে মাসিক ১ থেকে ২ শতাংশ সুদ হারে বিভিন্ন বিল্ডার এবং ব্যবসায়ীদের নগদ টাকা ধার দিতেন তিনি।

এর আগে দেশটির আরেক স্বঘোষিত ধর্মগুরু রাধে মাকে ঘিরে ব্যাপক বিতর্কের শুরু হয়। স্বঘোষিত গড ওম্যান রাধে মাকে নিয়ে টেলিভিশনে একটি লাইভ অনুষ্ঠানে হাতাহাতির ঘটনাও ঘটে। মৌখিক বিতর্কের এক পর্যায়ে অনুষ্ঠানে অংশ নেয়া এক নারী জ্যোতিষী স্বঘোষিত ধর্মগুরু রাধে মাকে প্রকাশ্যে চড় মারেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।