জুতায় ওম চিহ্ন থাকায় বিক্রেতা গ্রেফতার


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২১ জুন ২০১৬

পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দুদের পবিত্র চিহ্ন ওম খোদাই করা জুতা বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভের প্রেক্ষাপটে পাকিস্তানের ব্লাসফেমি আইনের আওতায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তিকে আটকের পর তার দোকানের সব মালামাল জব্দ করা হয়েছে।

এ সম্পর্কে পাকিস্তান হিন্দু পরিষদের প্রধান বলেছেন, হিন্দুদের পবিত্র চিহ্ন ওম খোদাই করা ওই জুতা বিক্রির মাধ্যমে তাদের অসম্মান করা হয়েছে। এমন অনৈতিক ঘটনা কখনোই মেনে নেয়া যায় না।

পাকিস্তানের ব্লাসফেমি আইনের আওতায় যে কোন ধর্মকে অসম্মান করা অপরাধ। তবে ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদকে (স.) অসম্মান করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।