অর্থ সংকটে ট্রাম্প


প্রকাশিত: ০৮:২২ এএম, ২১ জুন ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প তহবিল সংগ্রহে রীতিমত হিমশিম খাচ্ছেন। এরকম অর্থ সংকট চলতে থাকলে মনোনয়নের দৌঁড়ে হিলারির সঙ্গে টিকে থাকতে হলে বেশ বেগ পেতে হবে ট্রাম্পকে। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

গত মে মাসে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের তহবিলে অর্থ জমেছিল ৩১ লাখ ডলার। কিন্তু মাস শেষে তহবিলে আছে মাত্র ১৩ লাখ মার্কিন ডলার। ট্রাম্পকে এমন দুরবস্থায় পড়তে হবে সেটা নিশ্চিয়ই ভাবেন নি তিনি।

রিপাবলিকান দলের মনোনয়নে এখন পর্যন্ত এগিয়ে আছেন ট্রাম্প। তারপরেও অর্থ সংকটে পড়তে হচ্ছে তাকে।

তহবিল সংগ্রহে ব্যর্থ হলে ট্রাম্পের প্রচারণা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।