সৌদি আরবে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ প্রবাসী নিহত


প্রকাশিত: ০৮:০৭ এএম, ২০ জুন ২০১৬

সৌদি আরবে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চার প্রবাসী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৩৫ যাত্রী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রিয়াদে ওই দুর্ঘটনা ঘটেছে।

সৌদি রেড ক্রিসেন্টের মুখপাত্র আব্দুল্লাহ আল মুরাইবদ আরব নিউজকে বলেন, দুর্ঘটনার শিকার ওই বাসে ৫১ যাত্রী ছিলেন। এদের অধিকাংশই ভারত ও মিসরের নাগরিক।

তিনি বলেন, ফোন কল পেয়ে ঘটনাস্থলে ১৮টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৪ জনের। এছাড়া আহত ৩১ জনের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সম্প্রতি মদিনা রোডে দুটি গাড়ির সংঘর্ষে অন্তত ৯ সৌদি নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশই শিশু ছিল।

শনিবারের দুর্ঘটনায় নিহতদের দাফন প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।