বিমানবালাকে চুম্বনের দায়ে যাত্রী অভিযুক্ত


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২০ জুন ২০১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী মার্কিন বিমানের বিমানবালাকে জড়িয়ে ধরে চুম্বনের দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ গঠন করা হয়েছে।

গত ২২ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ের দার এস সালাম বিমানবন্দরগামী একটি বিমানের বালাকে তানজানিয়ার ৪২ বছর বয়সী এক নাগরিক চুম্বন করেন। পরে আদালত পর্যন্ত গড়ালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। বিমানবালা ওই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন।

২৫ বছর বয়সী বিমানবালার অভিযোগ, বিমানের ক্রু ক্যামেরায় স্যুভেনিরের জন্য যাত্রীদের ছবি নিতে বলা হয়েছিল। এ সময় ওই ব্যক্তি তার কাঁধে হাত রেখে আরো কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন। পরে সুপারভাইজার তাকে ধমক দেন।

কিছুক্ষণ পরে ওই ব্যক্তি মোবাইল ফোনে বিমানবালার সঙ্গে ছবি তুলতে চান। তিনি বলেন, ‘আমি পাশে দাঁড়ালে তিনি আমাকে জড়িয়ে ধরেন এবং আমার ঘাড়ে চুম্বন করেন। আমি তাকে দূরে সরিয়ে দেই’।

পরে বিমানবন্দরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আদালতে দোষ স্বীকার করে নিয়েছেন তানজানিয়ার ওই নাগরিক।

সূত্র : খালিজ টাইমস।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।