পাকিস্তানে অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৯ জুন ২০১৬

পাকিস্তানে অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। স্বজনরা তাদের বিয়ে মেনে নিতে না পরায় তাদেরকে হত্যা করেছে। রোববার দেশটির পুলিশ বলছে, পাকিস্তানে সর্বশেষ অনার কিলিংয়ের (পারিবারিক সম্মান রক্ষায় হত্যা) ঘটনা এটি।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মালিক ওয়ারিস বার্তাসংস্থা এএফপিকে বলেন, বুধবার পাঞ্জাব প্রদেশের থিক্রিওয়ালা গ্রামের কাছে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। একটি খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, চার বছর আগে আকসা বিবি ও শাকিল আহমেদ আদালতে বিয়ে করেন। উভয়েই স্থানীয় একটি ওষুধ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

আকসা সন্তানসম্ভবা হলেও কয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই দম্পতির বিয়ের পর আকসার পারিবার মেনে নেয়নি। পাশের একটি গ্রামে পরিবারের সদস্যদেরসহ আকসা থাকতেন।

কিছুদিন আগে, আকসার এক ভাই বিদেশ থেকে দেশে ফিরে আসেন। মুহাম্মাদ মোয়াবিয়া নামের ওই ভাই তার বোন ও ভগ্নিপতিকে অপহরণের পরিকল্পনা করেন। এজন্য স্বজনদের ডেকে আলোচনাও করেন তিনি। অপহরণের পর আকসা ও শাকিলের মাথায় গুলি করে হত্যা করা হয়। পুলিশ একটি খাল থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করেছে।

হত্যাকাণ্ডে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।