ব্রাজিলে আবারো মন্ত্রীর পদত্যাগ


প্রকাশিত: ০৬:৩২ এএম, ১৭ জুন ২০১৬

ব্রাজিলে আবারো এক মন্ত্রী পদত্যাগ করলেন। এ নিয়ে দেশটিতে তৃতীয়বারের মত কোনো মন্ত্রী পদত্যাগ করলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের আরো দুই মন্ত্রী এর আগে পদত্যাগ করেছেন। এবার দুর্নীতির কলঙ্ক মাথায় নিয়ে পদত্যাগ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের পর্যটনমন্ত্রী হেনরিক আলভেস।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিশেল তেমেরের তিনজন মন্ত্রী পেট্রোবাস দুর্নীতির দায়ে পদত্যাগ করেছেন। তবে তারা সবাই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

বুধবার দেশটির সুপ্রীম কোর্ট প্রাক্তন ২০ রাজনীতিবিদসহ তেমেরের জড়িত থাকার বিষয়ে নথি প্রকাশ করেছে। তবে তিনি সে সব অভিযোগ অস্বীকার করেছেন। খবর বিবিসির।

টেলিভিশনের এক সাক্ষাতকারে তেমের ওই নথিকে মিথ্যা বলে উল্লেখ করেছেন।

এদিকে, পর্যটনমন্ত্রী আলভেস তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।