দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন রৌসেফ


প্রকাশিত: ০৬:৫১ এএম, ০২ জানুয়ারি ২০১৫

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন দিলমা রৌসেফ। কংগ্রেসের সামনে বৃহস্পতিবার তিনি এ শপথ নেন। শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও চীনের ভাইস- প্রেসিডেন্টসহ ১৩টি দেশের রাষ্ট্র প্রধান উপস্থিত ছিলেন।

শপথের পর রৌসেফ দুর্নীতি এবং শ্লথ অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, গরিব মানুষের ত্যাগের মধ্যদিয়ে ব্রাজিল শিগগির প্রবৃদ্ধির ধারায় ফিরে আসবে। দ্বিতীয় মেয়াদে দুর্নীতি নির্মূল করাই হবে প্রধান কাজ।

এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রৌসেফের হাজার হাজার সমর্থক রাজধানী ব্রাসিলিয়ার রাস্তায় নেমে আসেন। তাদের গায়ে লাল কাপড় ও পার্টির পতাকা ছিল।

উল্লেখ্য, গত অক্টোবরে রক্ষণশীল দলের প্রাথী এসিও নেভেসকে হারিয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রৌসেফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।