রামেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার


প্রকাশিত: ০৫:১৫ এএম, ০২ জানুয়ারি ২০১৫

অবশেষে উদ্ধার করা হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে। সন্ধ্যায় জেলার পবা উপজেলার এক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গত সোমবার শিশুটি চুরি হয়।

এ ঘটনায় খালেদা আক্তার নামে এক গৃহবধূ, তার স্বামী জালাল উদ্দিন ও হাসপাতালের আয়া নারগিস সুলতানাকে আটক করেছে পুলিশ। সন্ধ্যার পর এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে বাচ্চাটি চুরি করে কোথায় রাখা হয়েছিলো, কত টাকায় বিক্রি করা হয়েছিলো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

এদিকে, বাচ্চাটি চুরি করার কথা অস্বীকার করেছেন আটক হওয়া আয়া।

পুলিশ কর্মকর্তা জানান, আমরা নবজাতক চুরির সন্ধান পেয়েছি এবং তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে।

নবজাতক ফিরে পেয়ে খুশিতে আত্মহারা অভিভাবক উদ্ধারকাজে অংশ নেয়া সবাইকে ধন্যবাদ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।