সাহারা মরুভূমিতে ৩৪ শরণার্থীর মৃতদেহ উদ্ধার


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৬ জুন ২০১৬

আলজেরিয়ার সীমান্তের কাছে সাহারা মরুভূমিতে ৩৪ শরণার্থীর মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে নাইজার কর্তৃপক্ষ। খবর বিবিসির।

কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা আস্সামাক্কা নামের ছোট্ট একটি শহরে ওই মৃতদেহগুলো পেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বাজোয়াম মোহাম্মদ বলেছেন, তাদেরকে মানবপাচারকারীরা অসহায় অবস্থায় ওই ৩৪ জনকে মরুভূমিতে ফেলে রেখেছিল। পরে ক্ষুদা-তৃষ্ণায় তাদের মৃত্যু হয়েছে।

সাব-সাহারান আফ্রিকা এবং ইউরোপের মধ্যবর্তী একটি জায়গা হচ্ছে নাইজার। এই রুট ব্যবহার করেই শরণার্থীরা বিভিন্ন দেশে পাড়ি জমায়।

মোহাম্মদ জানান, ৬ থেকে ১২ জুনের মধ্যেই ওই শরণার্থীদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন নাইজেরিয়ার নাগরিক। তবে বাকিদের পরিচয় জানা সম্ভব হয়নি।

দ্য ন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, গত বছর প্রায় ১লাখ ২০ হাজার শরণার্থী নাইজারের উত্তরাঞ্চলীয় আজাদেজ এলাকা পাড়ি দিয়েছে।  

এ বছর হাজার হাজার অবৈধ শরণার্থী আলজেরিয়ায় পৌঁছেছে। এদের মধ্যে অধিকাংশই মালি এবং নাইজার হয়ে ওই এলাকায় পৌঁছেছে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।