টাকা ও আইফোনের বিনিময়ে শুক্রানু দানের আহ্বান চীনে


প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৫ জুন ২০১৬

ঘাটতি মোকাবেলায় নগদ টাকা ও আইফোনের বিনিময়ে স্পার্ম ব্যাংকগুলোতে ‘শুক্রাণু’ দান করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে চীন সরকার। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের স্পার্ম ব্যাংকগুলো রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণে মারাত্মক সংকটে পড়েছে।

এ সংকট মোকাবেলায় দেশটির ২০ থেকে ৪৫ বছর বয়সীদের শুক্রাণ দান করার জন্য আহ্বান জানিয়েছে বেইজিং। চীন কিছুদিন আগে এক সন্তান নীতি থেকে সরে এসেছে। ফলে দেশটির দম্পতিরা এখন দুই সন্তান নিতে পারেন।

কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, স্পার্ম সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। স্পার্ম দাতাকে পেতে তারা যে কোনো কিছু করতে রাজি আছেন।

ডেইলি মেইল বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের লক্ষ্য করে কম্পিউটার গেমের মাধ্যমে ক্ষুদে বার্তা পাঠানো হচ্ছে। এতে শুক্রাণ দানের বিপরীতে নগদ এক হাজার ডলার এমনকি লোভনীয় রোজ গোল্ড-আইফোনের প্রস্তাবও দেয়া হচ্ছে।

সম্প্রতি এক সমীক্ষায় বলা হয়েছে, শুক্রাণু দান করতে আগ্রহী অন্তত ৫০ ভাগ মানুষের তালিকা তৈরি করছে কর্তৃপক্ষ।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।