হামলাকারীর চেয়ে আমার ওপর ওবামার আক্রোশ বেশি : ট্রাম্প


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৫ জুন ২০১৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমকামী নাইট ক্লাবে সন্ত্রাসী হামলায় দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা জড়িত বলে অভিযোগ করেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

শুধু তাই নয় ট্রাম্পের দাবী, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে তিনি তার দেশে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করবেন। ট্রাম্পের ওই বক্তব্যের জন্য তার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। হোয়াইট হাউজে দেয়া এক বক্তব্যে ওবামা বলেন,  ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিষিদ্ধ করার যে প্রস্তাব করেছেন তা চরমপন্থিদের অপপ্রচারকে আরো উসকে দেবে এবং আমেরিকাকে আরো কম নিরাপদ করে তুলবে।

ওবামার ওই বক্তব্যের পর ট্রাম্পও আবার নতুন করে ওবামার সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবী ওবামা ফ্লোরিডার হামলাকারীর চেয়ে তার ওপর বেশি রেগে আছেন।

ওবামা ট্রাম্পের মুসলিম বিরোধী মন্তব্যের সমালোচনা করার মাত্র কয়েক ঘণ্টা পরেই ওবামাকে নিয়ে বুধবার এমন মন্তব্যই করলেন ট্রাম্প। ট্রাম্পের দাবী, ওবামা একজন নিকৃষ্ট প্রেসিডেন্ট। নাইটক্লাবে হামলা চালানো ওই হামলাকারীর চেয়ে দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থীর প্রতি ওবামার আক্রোশ অনেক বেশি।

ওই হামলাকারীর প্রতি ওবামার যতটা আক্রোশ থাকার কথা ছিল তা না থেকে তার চেয়ে অনেক বেশি আক্রোশ রয়েছে ট্রাম্পের প্রতি। এমনটাই অভিযোগ করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমরা একটি ইসলামিক সন্ত্রাসবাদের সমস্যার মধ্যে আছি। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য প্রেসিডেন্টকে সন্ত্রাসের বিরুদ্ধে আরো দৃঢ় হতে হবে।

আমার মনে হয় প্রেসিডেন্টের এই আক্রোশ আমার ওপর না দেখিয়ে হামলাকারীদের ওপর দেখানো উচিত।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।