বাংলা সংগীতে নতুন সূচনা শিল্পী ওবায়দুরের


প্রকাশিত: ১১:৩১ এএম, ০১ জানুয়ারি ২০১৫

তরুন বাংলাদেশি সংগীত শিল্পী ওবায়দুর রহমানের সম্প্রতি নতুন দুইটি অডিও এ্যালবাম বাজারে এসেছে। এ্যালবাম দুইটির নাম- প্রহেলিকা-১ ও প্রহেলিকা-২। যাতে রয়েছে সব মিলিয়ে ১৫টি গান, যার সবগুলোরই গায়ক, সুরকার, গীতিকার ও কম্পোজার শিল্পী ওবায়েদ নিজে।

ইতিমধ্যে এ্যালবাম দুইটির বেশ কয়েকটি গান শ্রোতা মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। ওবায়েদের এই এ্যালবাম দুইটির বিশেষত্ব হলো প্রহেলিকা-১ ও ২ এর সকল গানগুলো একোস্টিক গীটারে করা এবং বাংলাদেশের সংগীতের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ একোস্টিক গীটার কেন্দ্রিক স্টুডিও ডাব্ল এ্যালবাম এই বোধহয় প্রথম।

প্রহেলিকা-১ ও প্রহেলিকা-২ এর গানগুলো কিছুটা আত্মকেন্দ্রিক, বেশিরভাগ গানগুলোই লেখা হয়েছে শিল্পীর জীবন দর্শন, অভিজ্ঞতা, আশা, আকাঙ্খা নিয়ে। প্রতিটি গানগুলোর কথা, সুর, কম্পোজিশন ও গায়কী ধরনে যথেষ্ট নতুনত্ব আছে যা শ্রোতাদের নিঃসন্দেহে আলোড়িত করবে। এই ডাব্ল এ্যালবাম দুইটির কিছু উল্লেখযোগ্য গানগুলো হলো একাকিত্ব, মৌনতা, দোষ, ভয়, আধার, এবং ও আর, পাশবিক, সিকারোক্তি, বিরত্বসহ আরও বেশ কিছু গান।

শিল্পী ওবায়েদের আশা, তার প্রহেলিকা-১ ও প্রহেলিকা-২ এর শ্রুতিমধুর গানগুলো বাংলাদেশে সংগীত প্রিয় সকল মানুষের ভাল লাগবে।

এ্যালবাম দুইটি সিডি আকারে বাজারে সর্বত্র পাওয়া যাচ্ছে। এই সাথে প্রহেলিকা-১ ও ২ এর সকল ১৫টি গান ইউটিউবে ও শোনা যাবে শিল্পী নিজস্ব (http://goo.gl/QpJ1RZ) নামক ইউটিউব চ্যানেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।