ইসলামী চরমপন্থার বিষয়ে ঠিক ছিলাম : ট্রাম্প


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৩ জুন ২০১৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। ওই নাইটক্লাবে হামলা চালিয়েছে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন। ওই বন্দুকধারীর কাছে রাইফেল, পিস্তল এবং অন্যান্য ডিভাইস পাওয়া গেছে। পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন ওই হামলকারী।

ফ্লোরিডার ওই হামলার পর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইসলামী চরমপন্থার বিষয়ে সবসময়ই ঠিক ছিলেন তিনি।

এর আগেও ট্রাম্প বহুবার ইসলাম বিরোধী বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। তিনি বার বারই বলে আসছেন মুসলমানরা চরমপন্থী। ফ্লোরিডা হামলার পর তিনি আবারো সেই বিষয়টিকে জোর দিলেন। তার দাবী ইসলাম ও মুসলমানদের ব্যাপারে তার ধারণা সব সময়ই সঠিক ছিল।

এক টুইট বার্তায় এই ধনকুবের ব্যবসায়ী দাবী করেছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করবেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওমর মতিন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের দিকে ঝুঁকে পড়েছিল। ওই ঘটনার জন্য ট্রাম্পের প্রতি সমর্থন আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প নিজেই।

সন্ত্রাসের বিরুদ্ধে আরো ‘স্মার্ট’ হতে হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।