থার্টিফার্স্ট নাইট : কুষ্টিয়ায় সংঘর্ষ গুলি, আহত ২


প্রকাশিত: ০৭:০৩ এএম, ০১ জানুয়ারি ২০১৫

কুষ্টিয়ার দৌলতপুরে থার্টিফার্স্ট নাইটের উৎসব পালনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংষর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এঘটনায় নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় যুবকরা থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বুধবার রাতে উপজেলার পাকুড়িয়া ভাঙাপাড়া গ্রামে একটি উৎসবের আয়োজন করে। এই উৎসব চলাকালীন নাচানাচি এবং গান বাজানোকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।  এ সময় উভয় পক্ষই ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়ান্ত্র নিয়ে সংঘর্ষে জাড়িয়ে পড়ে। এতে রেহেনা খাতুন এবং সুকতাল বিশ্বাস গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রাম থেকে বিপন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।