সিসিলি উপকূলে ২৫০০ শরণার্থী উদ্ধার


প্রকাশিত: ০৩:২১ এএম, ১৩ জুন ২০১৬

ইউরোপে যেতে অবৈধভাবে সাগর পাড়ি দিচ্ছে বহু শরণার্থী। আর প্রতিদিন এভাবে সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে শত শত শরণার্থী।

সম্প্রতি ইতালীয় উপকূলরক্ষীদের প্রায় ২০টি অভিযানে আড়াই হাজারের বেশি শরণার্থীকে সিসিলি উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। রোববার ইতালীয় উপকূলরক্ষীরা এ বিষয়টি নিশ্চিত করেছে।   

ইতালীয় নৌবাহিনীর জাহাজে করে উপকূলরক্ষীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকরাও ছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, তারা শরণার্থীদের নৌকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ১ হাজার ৩শ ৪৮ শরণার্থী এবং রোববার ১ হাজার ২শ ৩০ শরণার্থী সাগর পথে ইউরোপের উদ্দেশে রওনা করে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, এ বছর প্রায় ৪৮ হাজার শরণার্থী লিবীয় উপকূল পাড়ি দেয়া চেষ্টা করে। পরে তাদের ইতালীয় উপকূলে নিয়ে আসা হয়।

আবহাওয়া ভালো থাকলে উদ্ধার অভিযান আরো বাড়ানো হবে বলে উপকূলরক্ষীরা জানিয়েছে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।