ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি ঘণ্টায় ১৭ জনের মৃত্যু


প্রকাশিত: ০৯:০৫ এএম, ১০ জুন ২০১৬

ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়। ভারতের পরিবহনমন্ত্রী নিতিন গাদকারি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, তারা সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। সড়কে কঠোর আইন প্রয়োগ করার পরও সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমানো সম্ভব হচ্ছে না। খবর খালিজ টাইমসের।

দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনার কারণেই অধিকাংশ মানুষের মৃত্যু হচ্ছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ৫ লাখ ১ হাজার ৪শ ২৩টি সড়ক দুর্ঘটনায় প্রায় ১ লাখ ৪৬ হাজার ১শ ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অর্ধ লাখের মত মানুষ। ২০১৪ সালের চেয়ে হতাহতের সংখ্যা ৫ ভাগ বেশি।

দশটির মধ্যে আটটি দুর্ঘটনাই চালকের অসচেতনতার কারণে ঘটেছে। এর মধ্যে ৬২ ভাগ দুর্ঘটনাই দ্রুত গতির কারণে ঘটেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।