নিষেধাজ্ঞা সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে : রাশিয়া


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৪

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্ডার লুকোশেভিচ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা দ্বিপাক্ষিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে।

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অঙ্গনের নানা সমস্যা সমাধানে দু’দেশের সহযোগিতাকেও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিবে বলেও দাবি করেন তিনি।

লুকোশেভিচ বলেন, রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র চলতি বছরের সমাপ্তি ঘটিয়েছে। এ নিষেধাজ্ঞার কারণে নতুন বছরে দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হবে। এর ফলে ইরানের পরমাণু সমস্যা, সিরিয়া সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানের প্রচেষ্টা বিঘ্নিত হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক আচরণের উপযুক্ত জবাব দেবে রাশিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।