ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২২ জুলাই ২০১৪

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জাকার্তার গর্ভনর জোকো উইদোদো। সোমবার এই ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

জোকো উইদোদো সাবেক প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোর স্থলাভিষিক্ত হবেন। ৯ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জোকো উইদোদো জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন সাবেক জেনারেল প্রাবোউ সুবিয়ান্তো।

এদিকে, বিদায়ী প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো ফলাফল মেনে নিয়ে এর প্রতি সম্মান দেখাতে উভয় পক্ষকেই আহ্বান করেছেন। কেননা উভয় প্রার্থীই ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনেছিলেন। বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।