বছরের শেষ ম্যাচে রিয়ালের হার
বছরের শুরুটা ভাল হলেও শেষ টা ভাল হল না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর মঙ্গলবার দুবাই ফুটবল চ্যালেঞ্জ কাপে এসি মিলানের কাছে ৪-২ গোলে হেরেছে তারা।
দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে খেলার ২৪ মিনিটে মিলানকে এগিয়ে দেয় জেরামি। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইতালির স্ট্রাইকার স্টেফেন শাহরাওরি। ২-০ গোলে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। খেলার ৩৫ মিনিটে লোপেজের বাজে পজিশন সুবিধা কাজে লাগিয়ে রিয়ালের পক্ষে গোল করেন রোনলদো।
বিরতির পর আবারও আক্রমনে যায় মিলান। ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ লিড এনে দেন স্টেফেন শাহরাওরি। এরপর রিয়াল আক্রমণের ধার বাড়িয়ে দেয়। তবে দূভার্গ্য বলতে হবে রিয়ালের। কয়েকবার গোল পোষ্টে লেগে ফেরত আসে বল। উল্টো খেলার ৭৩ মিনিট পাজেনি গোল করলে বড় জয় নিশ্চিত হয় মিলানের। খেলা শেষ হওয়ার আগে করিম বেনজামা গোল করলে রিয়াল শুধু ব্যবধান কমাতে সক্ষম হয়।