ব্রিটেনে ১৯ ঘণ্টা রোজা


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৭ জুন ২০১৬

ব্রিটেনে বসবাসরত মুসলমানরা ৩৩ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ রমজানের দিন অতিবাহিত করছেন। খবর বিবিসির।

দেশটিতে এখন গ্রীষ্মকাল। এ সময়টা সেখানে দিন অনেক বড়। আর এ কারণেই প্রতিদিন দীর্ঘ সময় ধরে রোজা পালন করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের।

দেশটিতে মুসলমানদের জন্য প্রতিদিন সেহেরি থেকে ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে ১৯ ঘণ্টা। লুনার সাইকেল অনুযায়ী রমজানের দিন ঠিক হয়।

এ বছর জুন মাসের ৬ তারিখ থেকে জুলাই মাসের ৫ তারিখ পর্যন্ত ব্রিটেনে রমজান পালিত হবে। ব্রিটেনের মুসলিম কাউন্সিল বলছে এতো লম্বা সময় ধরে রোজা পালনের ক্ষেত্রে রোজাদারদের কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে।

গরমের দিনে দীর্ঘ সময় ধরে কোন পানাহার না করলে শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে। সেজন্য সেহেরির আগে এবং ইফতারের পরে প্রচুর পানি পান করার পরামর্শ দেয়া হচ্ছে।

লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান এক টুইটার বার্তায় বলেছেন এবারের রমজান পালন করা মুসলমানদের জন্য খুব কষ্টকর হবে। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, দিনের দীর্ঘ সময় ধরে রোজা পালনের কারণে কফি পানের অভাব অনুভব করবেন। ব্রিটেনের মতো পৃথিবীর অনেক দেশেই এবারে রমজান পালনের দিন বেশ দীর্ঘ হচ্ছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।