চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রেল সুড়ঙ্গ


প্রকাশিত: ০৬:২৪ এএম, ০১ জুন ২০১৬

সুইজারল্যান্ডের আল্পস পর্বতের নিচে তৈরি বিশ্বের সবচেয়ে বড় রেল সুড়ঙ্গপথটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে। প্রায় ৫৭ কিলোমিটার দীর্ঘ ওই সুড়ঙ্গের উদ্বোধনী আনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফ্রান্স, ইতালি ও জার্মানির রাষ্ট্রপ্রধানরা। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুড়ঙ্গপথটি উত্তর ও দক্ষিণ ইউরোপের মধ্যে রেল যোগাযোগের মাধ্যমে পণ্য আনা নেয়া আরো সহজ করবে। বছরে এ পথ দিয়ে দশ লাখেরও বেশি পণ্য বোঝাই কন্টেইনার আনা নেয়া করা যাবে।

এই রেল সুড়ঙ্গপথটি নির্মাণ করতে প্রায় বিশ বছরের মতো সময় লেগেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।