১২ ঘণ্টা পর শিমুলিয়া পৌঁছলেন নৌমন্ত্রী


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

কুয়াশা কেটে যাওয়ায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। ফলে ১২ ঘণ্টারও বেশি সময় পর নৌমন্ত্রী শাজাহান খান শিমুলিয়া ঘাটে পৌঁছেছেন।

এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে মন্ত্রীকে বহনকারী ফেরি কাকলীসহ ১০টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

বিআইডাব্লিটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, নিজ বাড়ি মাদারীপুর থেকে ঢাকায় ফেরার জন্য মন্ত্রীর গাড়িবহর রাত ১০টার দিকে কাওড়াকান্দি ১ নম্বর ঘাটে এসে পৌঁছায়। ফেরিটি কাওড়াকান্দি ঘাট ছেড়ে যাওয়ার আধা ঘণ্টা পরেই ঘন কুয়াশায় মার্কিং পয়েন্ট ও সিগন্যাল বাতি দেখা না যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। পরে শীবচরের বাংলাবাজার এলাকায় মন্ত্রীকে বহনকারী ফেরিটি নোঙর করে রাখা হয়। এসময় ফেরির নিরাপত্তা জোরদার করা হয় বলেও রুহুল আমিন জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।