পুতিন ইউক্রেনে শান্তি চান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
ট্রাম্প ও পুতিন / ছবি: এএফপি (ফাইল)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে শান্তি চুক্তি করার জন্য আলোচনা করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৯ এপ্রিল) এবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন।

পুতিন শান্তি চান কিনা এম প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি তা চান।

রোমে পোপের শেষকৃত্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক নাটকীয় বৈঠকের পর তিনি এ কথা বললেন।

তবে শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে জানান, গত কয়েকদিন ধরে পুতিনের বেসামরিক এলাকায় ও শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনো কারণ ছিল না। আমার মনে হয় হয়তো তিনি যুদ্ধ বন্ধ করতে চান না। তিনি (পুতিন) কেবল আমার সঙ্গে যোগাযোগ করছেন।

ট্রাম্প মঙ্গলবারের সাক্ষাৎকারে আরও ইঙ্গিত দিয়েছেন যে পুতিন পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে চান, কিন্তু আমার কারণে তিনি তা করতে যাচ্ছেন না।

নির্বাচনী ক্যাম্পেইনের সময় ট্রাম্প দাবি করেছিলেন ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ তিনি বন্ধ করে দেবেন। কিন্তু তার সেই দাবি এরই মধ্যে ভুল প্রমাণতি হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, উভয় পক্ষ জোরালো প্রস্তাব না দিলে তিনি শান্তি প্রচেষ্টা বন্ধ করবেন।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।