রেলে যুক্ত হচ্ছে ২৭০ নতুন কোচ


প্রকাশিত: ০২:৫৫ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

রেলে উন্নয়নের ধারাবাহিকতায় শিগগিরই রেলে নতুন ২৭০ আধুনিক কোচ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক । তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরে ডে টার্মিনাল লিং রোড নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম রেলপথের উন্নয়নে ষোলশহর থেকে নাজিরহাটের মধ্যে রেলযোগাযোগে ডাবল রেল লাইন নির্মাণ করার কাজ শিগগির শুরু করা হবে।

রেলমন্ত্রী মুজিবুল হক রোববার রাতে চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরে দেশে প্রথমবারের মতো ঢাকার বাইরে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভা শেষে এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- রেলপথ সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, সদস্য ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক, মোছলেম উদ্দিন, আলী আজগর, সিরাজুল ইসলাম, মোহাম্মদ নোমান, ইয়াছিন আলী, রেলপথ সচিব মনসুর আলী সিকদার, রেলওয়ের ডিজি তফাজ্জল হোসেন, জিএম মোজাম্মেল হক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।