হজের অনুমোদন ছাড়া মক্কায় কেউ প্রবেশ করতে পারবে না

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৩ এপ্রিল ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

মক্কায় প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। ফলে হজের অনুমোদন ছাড়া পবিত্র শহরটিতে কেউ প্রবেশ বা অবস্থান করতে পারবে না। চলতি মাসের শেষ থেকে এই নিয়ম কার্যকর হবে। মূলত হজের যথাযথ ব্যবস্থাপনা ও লাখ লাখ মানুষের নিরাপত্তার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদির স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ এপ্রিল থেকে কেবল হজের অনুমোদন আছে এমন ব্যক্তিরাই মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবে।

বলা হয়েছে, যেসব প্রবাসীর বৈধ হজের অনুমোদন থাকবে না তারা ২৩ এপ্রিল থেকে শহরটিতে প্রবেশ করতে পারবে না।

চলতি বছরের হজ মৌসুমে শৃঙ্খলা নিশ্চিতের অংশ হিসেবে শনিবার (১২ এপ্রিল) এ পদক্ষেপের কথা জানানো হয়েছে।

প্রবেশের অনুমতি শুধু সেই সব বাসিন্দাকে দেওয়া হবে যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কাকে তাদের আবাসস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে, বৈধ হজ পারমিটধারী ব্যক্তি ও পবিত্র স্থানের মধ্যে কাজ করার জন্য অনুমোদিত ব্যক্তিরা।

মন্ত্রণালয় ২৯ এপ্রিল থেকে সৌদি নাগরিক, জিসিসি নাগরিক ও দর্শনার্থীদের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমোদন দেওয়া বন্ধ করেছে।

এই স্থগিতাদেশ ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং আইনের মুখোমুখি হতে হবে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।