ভারত-নেপালে বজ্রপাতে ৬৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১২ এপ্রিল ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার ও প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতের ঘটনায় এক সপ্তাহে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

বিহারের দুর্যোগ কর্তৃপক্ষ শনিবার (১২ এপ্রিল) জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক বজ্রপাতের ঘটনায় কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবারের বজ্রপাতের ঘটনায় নেপালে আটজনের মৃত্যু হয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর শনিবার আবারও বিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বছর বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছিলেন যে জলবায়ু পরিবর্তন ভারতে বজ্রপাতের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি করছে, যার ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে বছরে প্রায় এক হাজার ৯০০ জন মারা যাচ্ছেন।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যার ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গবেষকদের একটি দল জানিয়েছে, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে এক লাখ এক হাজার ৩০৯ জন মারা গেছেন, যা ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতি বছর আকস্মিক বন্যা ও বজ্রপাতের ফলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে চরম আবহাওয়ার ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।