১০ বছরে দুবাইয়ে ধনীদের সংখ্যা বেড়েছে ১০২ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ১১ এপ্রিল ২০২৫
ছবি: এএফপি

আকাশচুম্বী ভবন ও বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিখ্যাত সংযুক্ত আরব আমিরাতের দুবাই এখন সম্পদশালীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গত এক দশকে শহরটিতে মিলিয়নিয়ারের সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। তারা এটিকে নিজেদের বাড়ি হিসেবে বেছে নিচ্ছেন।

বিজ্ঞাপন

বলা হয়েছে, গত দশ বছরে দুবাইতে মিলিয়নিয়ারের সংখ্যা ১০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৪ সালে শহরটিতে ৮১ হাজার ২০০ মিলিয়নিয়ার, ২৩৭ সেন্টিমিলিয়নিয়ার ও ২০ জন বিলিয়নিয়ার পাওয়া গেছে। যেখানে ২০১৪ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৪০ হাজার, ২১২ এবং ১৫ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিউ ওয়ার্ল্ড ওয়েলথের বিশ্লেষণে বলা হয়েছে, দুবাইয়ের অল্প কর নীতি, নিরাপদ পরিবেশ ও শক্তিশালী অর্থনীতি বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের আকৃষ্ট করছে। এটি ব্যবসা শুরু ও বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠেছে।

দুবাই বিশ্বব্যাপী দ্রুততম বর্ধনশীল সম্পদের কেন্দ্রবিন্দুগুলোর মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয়েছে।

প্রতিবেদনে দুবাইয়ের আধুনিক অবকাঠামো, উচ্চমানের স্বাস্থ্যসেবা, উচ্চমানের শিক্ষা এবং অবসর সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে ধনীরা লন্ডন ছাড়ছেন। এই সংখ্যাটি খুব কম বা ডজন ডজন নয়, বরং হাজার হাজার। শুধু ২০২৪ সালেই ১১ হাজারের বেশি মিলিয়নিয়ার লন্ডন থেকে অন্য কোথাও চেলে গেছেন।

এই প্রস্থানের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হলো ক্রমবর্ধমান কর, ২০০৮ সালের আর্থিক সংকট থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধারে ব্যর্থতা ও ব্রেক্সিট।

সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।