পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৮ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে ইরান। যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে মিল রয়েছে। কারণ ট্রাম্পও বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা হতে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আগামী শনিবার পরোক্ষভাবে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরে অবশ্য জানিয়েছে, আরাঘচি মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন। এ ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে থাকবে ওমান।

এর আগে ট্রাম্প সরাসরি আলোচনা শুরুর ঘোষণা দিয়েছিলেন। যদি ইরান আলোচনায় না আসে তাহলে হামলারও হুমকি দিয়েছিলেন তিনি। তাছাড়া তেহরানও এর আগে ওয়াশিংটনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে বসে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি। এটি শনিবার হবে। আমাদের একটি খুব বড় বৈঠক আছে এবং আমরা দেখবো কী হতে পারে।

তিনি বিস্তারিত তথ্য না দিয়ে বলেন, আমি মনে করি সবাই একমত যে একটি চুক্তি করাই ভালো হবে।

তিনি আরও বলেন, তেহরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে ইরান বড় বিপদে পড়বে বলেও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।