যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অর্থহীন’ আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার সম্ভাবনাকে অর্থহীন বলে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি এমন কথা জানালেন।

গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি আশা প্রকাশ করেন যে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষে দেশগুলোর মধ্যে একটি আলোচনা হবে।

বিজ্ঞাপন

ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, যদি তারা কোনো চুক্তি করতে রাজি না হয়, তাহলে বোমা হামলা হবে।

আরাঘচি আলোচনার আহ্বানে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আপনি যদি আলোচনা চান, তাহলে হুমকি দেওয়ার কি মানে?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তেহরান সব সময় দাবি করে আসছে, যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। দেশটি এখন ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যেতে চায় ইরান।

আরাঘচি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতারভিত্তিতে আলোচনা করতে চায়।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন, বিশ্বের মুসলিমদেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে শত্রুরা অত্যাচার চালাতে পারবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাসহাতের সঙ্গে এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট এ কথা বলেন।

সম্প্রতি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়া, চীন ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে দেশ দুইটি। যুক্তরাষ্ট্র সম্প্রতি পারমাণবিক ইস্যুতে তেহরানের সঙ্গে বৈঠক করতে চেয়েছে।

এমএসএম

বিজ্ঞাপন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।