চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৫ এপ্রিল ২০২৫
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীন পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে।

শুক্রবার (৪ এপ্রিল) ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ দুই হাজার ২৩১ পয়েন্ট বা ৫ দশমিক ৫ শতাংশ কমে গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৫ দশমিক ৯৭ শতাংশ। তাছাড়া নাসডাক কম্পোজিটের শেয়ার ৫ দশমিক ৮২ শতাংশ পড়ে গেছে।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সব ধরনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলো চীন। যা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।

বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর বর্তমান প্রযোজ্য শুল্ক ছাড়াও ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যে সর্বজনীন ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তাছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে এমন বেশ কিছু দেশের ওপর প্রতিশোধমূলক প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

এদিকে শুক্রবার বিশ্ব বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম ২ দশমিক ২৯ ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ কমে ৬৭ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৩২ ডলার বা ৩ দশমিক ৫ শতাংশ কমে ৬৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়ায়।

সূত্র: সিএনএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএসএম

 

 

বিজ্ঞাপন

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।