তুরস্কে পণ্য বয়কটের আন্দোলন, গ্রেফতার ১১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ এএম, ০৫ এপ্রিল ২০২৫
ছবি: এএফপি

আন্দোলনের অংশ হিসেবে ডাকা পণ্য বয়কটের কর্মসূচিতে অংশ নেয়ায় তুরস্কে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ ‘রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।

তুরস্কের পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে একদিনের এ বয়কট কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র নেতা ওজগুর ওজেল। এর্দোয়ানপন্থি হিসেবে পরিচিত সংবাদমাধ্যম ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বয়কটেরও আহ্বান জানান তিনি। এরপর বুধবার রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল শহরের বেশ কিছু ক্যাফে, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকে।

গত মার্চ মাসে বিরোধী নেতা ইমামোলুকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সূত্র: ডয়েচে ভেলে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।