সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
গাজার একাধিক স্কুলে ইসরায়েলের হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩
গাজার তুহফা এলাকায় তিনটি স্কুলে ইসরায়েলি হামলায় ১৮ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। তাছাড়া এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এসব হামলা হয়।
প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে তার পদ থেকে অপসারণ করেছেন দেশটির সাংবিধানিক আদালত। এর ফলে আগামী ৬০ দিনের মধ্যে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
হাঙ্গেরির সরকার ঘোষণা করেছে যে তারা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাবে। দেশটির ওরবান সরকার এমন এক সময়ে এই ঘোষণা এলো, যখন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোনায়াভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাঙ্গেরি সফরে রয়েছেন।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত, সুবিধা পাবে ভারত: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের (৩ এপ্রিল) ঘোষণা অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা এশিয়ার এই স্বল্পোন্নত দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতকে কঠিন সংকটে ফেলতে পারে।
জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালককে বরখাস্ত করলেন ট্রাম্প
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও সাইবার কমান্ডের পরিচালক টিমোথি হাফকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, যা দুইজন বর্তমান ও একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবরটি প্রকাশ করে।
চিকেনস নেকের নিরাপত্তা জোরদার করলো ভারত
থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডোর নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা শুরু করেছে ভারত। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর নামে পরিচিত এই সরু ভূখণ্ড উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডকে সংযুক্ত করে ও এর চারপাশে রয়েছে নেপাল, বাংলাদেশ, ভুটান ও চীন।
মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে শত্রুরা অত্যাচার চালাতে পারবে না
বিশ্বের মুসলিমদেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে শত্রুরা অত্যাচার চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান।
বিশ্ব বাজারে করোনা মহামারির পর সর্বনিম্নের পথে জ্বালানি তেলের দাম
করোনা মহামারির মাঝামাঝি সময়ের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নের পথে। মূলত দুইটি কারণে জ্বালানি তেলের দাম কমেছে। একটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ। অন্যটি হলো ওপেক প্লাসের তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা।
এবার যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ করছে চীন
বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সব ধরনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলো চীন। যা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।
এমএসএম/এএসএম