অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ২০ স্থান থেকে চাঁদ দেখবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৯ মার্চ ২০২৫

ঈদুল ফিতর কবে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বের মুসলিমরা। প্রায় সব দেশই তাদের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে চেষ্টা করছে চাঁদ দেখার। এরই ধারাবাহিকতায় ২০টিরও বেশি স্থান থেকে চাঁদ দেখবে সৌদি আরব।

মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেওয়া ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞাপন

তারা জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ ২০টিরও বেশি স্থান থেকে দেখবে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত কমিটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বসবে।

এদিকে দেশটির জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি জানিয়েছেন, সুদাইরের চাঁদ দেখা কেন্দ্রে আজ (শনিবার) সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। এর ৮ মিনিট পরে চাঁদও অস্ত যাবে। চাঁদ দেখা যাওয়ার সময় কম বা বেশি যাই হোক, আকাশ পরিষ্কার থাকলে তা দেখা সম্ভব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।