বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে। তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আনোয়ার ইব্রাহীম তার বার্তায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘চিত্ত যেথা ভয়শূন্য’ থেকে উদ্ধৃতি দেন এবং বাংলাদেশের জনগণের সাহস ও সংকল্পের প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং দুই দেশ একসঙ্গে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন

স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।