ইলন মাস্কের টেসলাকে ছাড়িয়ে গেলো চীনা কোম্পানি বিওয়াইডি

রাজস্বের দিক থেকে মার্কিন প্রতিষ্ঠান টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি। শেনজেন-ভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৪ সালে তাদের রাজস্ব ২৯ শতাংশ বেড়ে ৭৭৭ বিলিয়ন ইউয়ানে (১০৭ বিলিয়ন ডলার) দাঁড়িয়েছে। অন্যদিকে, ইলন মাস্কের টেসলা একই সময়ে ৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করেছে।
বিওয়াইডি সম্প্রতি টেসলার জনপ্রিয় মডেল ৩-কে প্রতিযোগিতায় টেক্কা দিতে কম দামের নতুন গাড়ি বাজারে এনেছে। বিপরীতে, টেসলা বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে ইলন মাস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতার কারণে।
টেসলা বনাম বিওয়াইডি
২০২৪ সালে বৈদ্যুতিক গাড়ি বিক্রির দিক থেকে বিওয়াইডি ও টেসলা প্রায় সমান অবস্থানে ছিল। বিওয়াইডি ১৭ দশমিক ৬ লাখ গাড়ি বিক্রি করলেও টেসলা বিক্রি করে ১৭ দশমিক ৯ লাখ। তবে হাইব্রিড গাড়ি মিলিয়ে বিওয়াইডি ২০২৪ সালে বিশ্বব্যাপী সর্বমোট ৪৩ লাখ গাড়ি বিক্রি করেছে, যা কোম্পানিটিকে আরও বড় অবস্থানে নিয়ে গেছে।
আরও পড়ুন>>
গত রোববার বিওয়াইডি তাদের নতুন ‘কিন এল’ মডেলের গাড়ি উন্মোচন করেছে, যার প্রাথমিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান। তুলনায়, টেসলার মডেল ৩-এর বেসিক সংস্করণের মূল্য ২ লাখ ৩৫ হাজার ৫০০ ইউয়ান।
গত সপ্তাহে বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু নতুন ব্যাটারি চার্জিং প্রযুক্তি ঘোষণা করেছেন, যা মাত্র পাঁচ মিনিটে একটি বৈদ্যুতিক গাড়ি পুরোপুরি চার্জ করতে পারবে। টেসলার সুপারচার্জার ব্যবস্থায় এটি করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।
ফেব্রুয়ারিতে বিওয়াইডি জানিয়েছে, তাদের ‘গডস আই’ উন্নত চালক সহায়ক প্রযুক্তি এখন থেকে সব মডেলের গাড়িতে বিনামূল্যে পাওয়া যাবে।
বিওয়াইডির সুসময়, চাপে টেসলা
বিওয়াইডির শেয়ারমূল্য চলতি বছরে এরই মধ্যে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটি বর্ষীয়ান মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সমর্থনপুষ্ট।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সরকারে নতুন পদে আসীন হওয়ার পর ইলন মাস্ককে নিয়ে বিতর্ক বেড়েছে। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট ফর গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর মাস্কের টেসলার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এছাড়া, জার্মানির পার্লামেন্ট নির্বাচনের আগে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফুর ডয়চল্যান্ডকে সমর্থন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারসহ দেশটির রাজনীতিকদের সমালোচনা করায় মাস্ক আরও বিতর্কের জন্ম দিয়েছেন।
সূত্র: বিবিসি
কেএএ/