সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৫ মার্চ ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকতে ও প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত বৈরী আবাহাওয়া বিরাজ করবে। এ সময় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলো ঝড়ের আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

সৌদি আরবের সিভিল ডিফেন্স অধিদপ্তর বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে থাকার এবং বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

অধিদপ্তর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচারিত নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণের গুরুত্বের ওপরও জোর দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা, আল বাহা, আসির ও জাজানসহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে নাজরানে মাঝারি বৃষ্টিপাত ও মদিনা অঞ্চলে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তাছাড়া তাইফ, মায়সান, আদহাম ও আল আরদিয়াত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সব এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলো ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) সোমবার পূর্ব প্রদেশের রিয়াদ, নাজরান, জাজান, আসির, আল বাহা এবং মক্কার কিছু অংশে বজ্রসহ শিলাবৃষ্টির সতর্কতা জারি করে। পাশাপাশি এই অঞ্চলের কিছু অংশে কুয়াশা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, কাসিম ও মদিনা অঞ্চলের কিছু অংশের পাশাপাশি তাবুকের উপকূলীয় অঞ্চলে ধুলো ঝড় হতে পারে। তাই সেখানের বাসিন্দাদের সতর্ক থাকতে ও নিরাপত্তা নিশ্চিত করতে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

বিজ্ঞাপন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।