এবার ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৫ মার্চ ২০২৫
নিজের অফিস ওভাল হাউজে ডোনাল্ড ট্রাম্প/ ফাইল ছবি: এএফপি

যেসব দেশ ভেনেজুয়েলার কাছ থেকে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে, তাদের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (২৪ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এসব তথ্য জানান। 

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শান্তিভঙ্গ করতে ইচ্ছাকৃতভাবে ভেনেজুয়েলা একদল দুষ্কৃতীকে আমাদের দেশে পাঠিয়েছে। এই অভিযোগের পর ভেনেজুয়েলার কাছ থেকে তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোকেও শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।

বিজ্ঞাপন

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ফলে দেশটির সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে গেলে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হয়। এমন কড়া নিষেধাজ্ঞা বলবৎ থাকার পরেও ভেনেজুয়েলার বাণিজ্যসঙ্গী দেশগুলোকে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে ওই দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যের সময়ে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভেনেজুয়েলার কাছ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনে থাকে ভারত ও চীন। তাই স্বাভাবিকভাবেই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়বে এই দুই দেশের ওপর। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনেছে ভারত।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ভেনেজুয়েলার কাছ থেকে ২০২৩ সালের ডিসেম্বরে গড়ে প্রতিদিন ১ লাখ ৯১ হাজার ৬০০ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। আর ২০২৪ সালের জানুয়ারিতে ভেনেজ়ুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের অর্ধেকই এসেছে ভারতে। এ ছাড়া গত বছর ভেনেজুয়েলার কাছ থেকে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে মোদী সরকার।

সূত্র: সিএনএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।